বিনোদন প্রতিবেদক

  ০১ সেপ্টেম্বর, ২০১৮

আরটিভিতে ‘মেঘ দেখবে বলে’

আশা ও তার বান্ধবী প্রসূনের একসঙ্গে নেপালে ঘুরতে আসার কথা ছিল। কোনো এক জরুরি কাজের জন্য প্রসূন আসতে পারেনি। বাধ্য হয়ে আশার একারই আসতে হয়। কিন্তু এয়ারপোর্টে তার লাগেজ ও সব ডলার হারিয়ে ফেলে। বিপত্তিতে পড়ে যায় আশা। অন্যদিকে একই ফ্লাইটে নেপালে আসে জোভান। আশার চিন্তিত চেহারা দেখে সাহায্য করতে এগিয়ে আসে জোভান। কিন্তু বিষয়টি ভালোভাবে নেয় না আশা। এদিকে আশা যে হোটেলরুমে উঠেছে, ভুলক্রমে হোটেল ম্যানেজার জোভানকেও একই রুমের মাস্টার চাবিটা দিয়ে দেয়। হঠাৎ দরজা খুলে আঁতকে ওঠে জোভান। ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে যায় ‘মেঘ দেখবে বলে’ শিরোনামের একটি একক নাটকের গল্প। প্রিন্স এ. আরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা। নেপালে চিত্রায়িত নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, প্রসূন আজাদ, তানভীর, আজমেরী আশা, আহসান আলমগীরসহ অনেকে। আজ রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close