বিনোদন প্রতিবেদক

  ২০ মার্চ, ২০১৮

মুক্তিযোদ্ধা নির্মাতাকে পরিচালক সমিতির সম্মাননা

একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ২০ চলচ্চিত্র পরিচালককে সম্মাননা জানাবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আগামী ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসের দিনদুপুর ১২টায় এফডিসিতে এই সম্মাননা দেওয়া হবে। পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, যেসব পরিচালক মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং বেঁচে আছেন, তেমন ২০ পরিচালনকে পরিচালক সমিতির পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হবে। তিনি আরো বলেন, গত মাসিক সভায় আমরা এই ২০ মুক্তিযোদ্ধা পরিচালককে আজীবন মাসিক চাঁদা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি তাদের নামের আগে বীর মুক্তিযোদ্ধা শব্দটা পরিচালক সমিতির যাবতীয় খাতায় যুক্ত করা হয়েছে। যে ২০ জন মুক্তিযোদ্ধা পরিচালক সম্মাননা পেতে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন সৈয়দ হাসান ইমাম, দেলোয়ার জাহান ঝন্টু, মনতাজুর রহমান আকবর, তমিজ উদ্দিন রিজভী, আহসানউল্লাহ মনি, সোহেল রানা, মোহাম্মদ মনিসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist