বিনোদন প্রতিবেদক

  ১৬ মার্চ, ২০১৮

চয়নের জন্য হাবিবের গান

রাজশাহীর ছেলে চয়ন। সে ছিল সদ্য শেষ হওয়া এসএসসির পরীক্ষার্থী। কিন্তু তা আর সম্ভব হয়নি। এ সময়ে তাকে থাকতে হয়েছে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে। কারণ, সে লিউকোমিয়ায় আক্রান্ত। এর সবচেয়ে ব্যয়বহুল ও কষ্টকর ধাপ হলো বোন-ম্যারো ট্রান্সপ্লান্ট! আর এটি নেওয়া হবে তার নয় বছর বয়সী ছোট বোনের কাছ থেকে।

চয়নের এসব কথা জানতে পেরে মানসিক ও অর্থনৈতিকভাবে বিধ্বস্ত চয়নের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। পরে তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যান্ড ফিডব্যাক, বাউলা ও গায়ক সুজন আরিফ। তারা সবাই মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি কনসার্টের আয়োজন করেছেন। আগামী ২৭ মার্চ বিশ্ববিদ্যালয়টির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে হবে কনসার্টটি।

কনসার্টটিতে চার ধরনের মূল্যমানের টিকিট বিক্রি করা হচ্ছে। মূল্যমান হলো, দুই হাজার, এক হাজার, পাঁচ ও তিন শ’ টাকা। আজ থেকে অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist