বিনোদন প্রতিবেদক

  ২৭ জানুয়ারি, ২০১৮

মীর সাব্বিরের ‘আসি গেছে ফেইজবুক’

গ্রামের ছেলে সুজন পড়ালেখা ছেড়ে নেমেছে কম্পিউটার ব্যবসায়। কারণ বিলগেটসও বেশি পড়ালেখা করেননি। মোটামুটি কারিগরি দক্ষতা অর্জন করেই তিনি তার মতো হয়ে যেতে পারবেন। এমনই গল্পের ‘আসি গেছে ফেইজবুক’ শীর্ষক একটি হাস্যরসাত্মক ধারাবাহিকে অভিনয় করেছেন মীর সাব্বির। নাটকে তার চরিত্রের নাম সুজন। ম ম রুবেল রচিত নাটকটি পরিচালনা করছেন জয় সরকার। এ নাটকে মীর সাব্বিরের বিপরীতে অভিনয় করেছেন অহনা। ইতোমধ্যে নাটকটির শুটিং শুরু করেছেন নির্মাতা জয় সরকার। নাটকটি সম্পর্কে সাব্বির বলেন, গ্রামে এখনো ইন্টারনেট, ফেসবুকÑএগুলো নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ দেখা যায়। আমি গ্রামের যুবক চরিত্রে অভিনয় করছি। নিজেকে উন্নত করার জন্য এই ব্যবসায় জড়িয়ে পড়ি। কিন্তু গ্রামের মোড়লের মেয়ে সখী আমার এগুলো পছন্দ করে না। এদিকে আমার খুব আত্মবিশ্বাস থাকে সখী আমাকেই ভালোবাসবে। এমন নানা রকম মজার ঘটনায় ধারাবাহিকের গল্প এগিয়ে যাবে। নাটকটিতে মীর সাব্বির ও অহনা ছাড়া আরো অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, আবিদ রায়হান, আ খ ম হাসান, মম মোর্শেদ, প্রাণ রায়, রুমানা স্বর্ণা, সানজিদা তন্ময়, কাজী উজ্জ্বল, মাসুম আজিজসহ অনেকে। নাটকটি প্রযোজনা করছেন আজিম খান। ফেব্রুয়ারির শেষের দিকে বেসরকারি একটি চ্যানেলে নাটকটির প্রচার শুরু হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist