বিনোদন প্রতিবেদক

  ২৪ জানুয়ারি, ২০১৮

জন্মদিনে নায়করাজকে স্মরণ

প্রয়াত নায়করাজ রাজ্জাক বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি অভিনেতা। নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের কাছে হয়ে ওঠেন নায়করাজ। একাধারে তিনি ছিলেন একজন গুণী অভিনেতা ও নির্মাতা। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার নাকতলায় জন্ম নেওয়া এই কিংবদন্তি গত বছরের ২১ আগস্ট চলে গেছেন না ফেরার দেশে। গতকাল ছিল নায়করাজের ৭৭তম জন্মবার্ষিকী। পরিবারের পক্ষ থেকে বেশ কিছু আয়োজনের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতিসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন তার প্রতি শ্রদ্ধা জানান। প্রস্থানের পর প্রথম তার শূন্যতাকে মেনে নিয়ে পরিবার, ভক্ত ও সহকর্মীরা স্মরণ করেছেন তাকে। তার পরিবারের পক্ষ থেকে সকালে কবর জেয়ারতসহ গুলশানের আজাদ মসজিদে দোয়া মাহফিল ও গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হয়। চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতির পক্ষ থেকে বিএফডিসিতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এদিকে বনানী কবরস্থানে নায়করাজের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন চলচ্চিত্র শিল্পী সমিতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist