বিনোদন প্রতিবেদক

  ১৪ জানুয়ারি, ২০১৮

ছাড়া পেয়েছেন পরিচালক অনন্য মামুন

নির্মাতা অনন্য মামুন ছাড়া পেয়েছেন। গত মাসে মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত সোমবার মামুনসহ তার টিমের সব সদস্যকে ছেড়ে দেয় দেশটির পুলিশ। ছাড়া পাওয়ার পর তারা মালয়েশিয়ান হাইকমিশনে রয়েছেন। সেখান থেকে আজ রোববার দেশে ফেরবেন। সংবাদমাধ্যমকে মামুন বলেন, ‘আমি হিংসাত্মক রাজনীতির শিকার হয়েছি। আমাকে ফাঁসানো হয়েছে। আমার কর্মকা-ে ঈর্শান্বিত হয়ে এ কাজ করা হয়েছে।’ গত ডিসেম্বরের শেষ সপ্তাহে কুয়ালালামপুরের পেট্রুনাস টুইন টাওয়ারসংলগ্ন ওয়াসমা এমসিআই হলে বিনোদনী সংস্থা ‘সিনেমাটিক’র আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশি নাইটস’। সেখানে যোগ দিতে চিত্রপরিচালক অনন্য মামুনের সার্বিক তত্ত্বাবধানে মালয়েশিয়া যান বাংলাদেশের একঝাঁক তারকা। মূলত এই তারকাদের সঙ্গেই পাচার হয়েছিলেন নাম-পরিচয় না জানা ৫৭ বাংলাদেশি। তাদের ‘শিল্পী’ হিসেবে ভিসা দিয়ে নেওয়া হয়েছিল মালয়েশিয়ায়। কিন্তু সেখানে তাদের ভিসা ও পাসপোর্টের তথ্যে গরমিল পাওয়া যায়। ফলে পুলিশ তাদের গ্রেফতার করে। তখন তাদের সঙ্গে আটক হন পরিচালক অনন্য মামুন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist