বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ১৯ ডিসেম্বর, ২০১৮

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি রাজশাহী বিএনপির

বর্তমান সরকারের হয়ে কাজ করছে এমন অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছেন রাজশাহী বিএনপির মনোনীত প্রার্থীরা। গতকাল মঙ্গলবার মহানগরীর কাদিরগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমার মিনু বলেন, নৌকার ক্যাডার বাহিনীরা দেশব্যাপী ধানের শীষের প্রার্থীদের প্রচার প্রচরাণায় বাধা দিচ্ছে। বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলছে। প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। সারা দেশের মতো রাজশাহীর ৬টি আসনে সরকারি দলের প্রার্থীদের নির্দেশে তাদের ক্যাডার বাহিনীরা একই ধরনের তান্ডব চালিয়ে যাচ্ছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে সরকারি দলের সন্ত্রাসী ও ক্যাডাদের দৌরাত্ম্য ততই বৃদ্ধি পাচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন অফিস, সহকারী নির্বাচন অফিসার এবং সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না। বর্তমান পরিস্থিতি প্রত্যক্ষভাবে সাংবাদিকরা দেখলেও তা গণমাধ্যমগুলো সঠিকভাবে তুলে ধরতে পারছে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ সময় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নামানোসহ লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনের নিকট দাবি জানান মিনু।

অন্যদের মধ্যে রাজশাহী-১ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী-৩ আসনের শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনের আবু হেনা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close