তুহিন আহমদ, সিলেট

  ১৫ ডিসেম্বর, ২০১৮

১৯ নভেম্বর সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির আশা, দিনভর ধানের শীষ প্রার্থীর গণসংযোগ

নির্বাচনী প্রচারে আগামী ১৯ ডিসেম্বর সিলেট আসছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বেলা ১১টায় বিমানযোগে তিনি সিলেটে এসে পৌঁছাবেন। এরপর তিনি নগরের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করবেন। আর নগরের সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে এক জনসভায় তার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) মিসবাহ উদ্দিন সিরাজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই কবে তিনি সিলেট আসবেন এটা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ছিল জল্পনা-কল্পনা। তবে শেষতক প্রধানমন্ত্রীর সিলেট সফরের তারিখ জানার পর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী সকলেই উচ্ছ্বসিত। তার এই সফরকে সফল করার লক্ষ্যে নেতাকর্মীরা ইতোমধ্যে কাজ করতে শুরু করেছেন।

সিলেট-১ আসন থেকে যে দলের প্রার্থী জয়ী হোন সেই দলই সরকার গঠন করেন, এমন একটি বিশ্বাস রয়েছে সবার মধ্যে। এজন্য ওই আসনটিকে একটি মর্যাদাপূর্ণ আসন বলে মনে করেন তারা। এই আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারে আসছেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে আমাদের প্রার্থীর জন্য খুবই ইতিবাচক হবে। সিলেট-১ আসনে যেহেতু তিনি আসছেন পুরো সিলেট বিভাগেই এটার নাড়া পড়বে।’

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘যেহেতু নির্বাচনকে কেন্দ্র করেই প্রধানমন্ত্রী সিলেট আসছেন তাই নেতাকর্মীরা খুবই উজ্জ্বীবিত। সবার মধ্যে উৎসাহের আমেজ বিরাজ করছে।’

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘সিলেটে মাজার জিয়ারত করার পর প্রধানমন্ত্রী জনসভায় কিছু বলবেন। জনগণের সঙ্গে আলাপ আলোচনা করবেন। সবাই বেশ উৎসাহ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

সিলেট-১ আসনে নৌকার প্রার্থী জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী সিলেট আসছেন এটা অনেক ভালো খবর। উনি আসলে নৌকার জোয়ার শুরু হবে। নৌকার পক্ষে প্রচার কার্যক্রমে তিনি জোয়ার সৃষ্টি করবেন এটা আমাদের বিশ্বাস।’

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আবদুল ওয়াহাব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অপরদিকে, গতকাল শুক্রবার সকাল থেকে দিনভর সদর উপজেলার কান্দিগাঁও, মোগলগাঁও, মাসুকগঞ্জ বাজারসহ পৃথক স্থানের ধানের শীষের সমর্থনের গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালান সিলেট-১ আসনে ধানের শীষ প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, ‘সিলেট-১ এর জনপ্রতিনিধি কিছু মোসাহেব দ্বারা পরিবেষ্টিত। ১০ বছর তিনি সদর উপজেলার মানুষের কাছে আসেননি। এখন যারা নৌকায় ভোট চাইছেন, তারা সদরবাসীকে চেনেন না। ভোট শেষ হলে তাকেও মানুষ কাছে পাবে না।’ তিনি বলেন, ‘গত ১০ বছরে আওয়ামী লীগ যেসব অপকর্ম, লুটপাট করেছে সেসব সাধারণ মানুষ বলার সুযোগ পেয়ে দেখে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা এগুলোকে অপপ্রচার বলে দায় এড়ানোর চেষ্টা করছে।’

খন্দকার আবদুল মুক্তাদির গতকাল শুক্রবার সকাল ৯টায় মৌলভীবাজার জেলার বাহারমর্দান গ্রামে মরহুম এম সাইফুর রহমান ও তার সহধর্মিনী দুররে সামাদ রহমানের কবর জিয়ারত করেন। এ সময় মরহুম এম সাইফুর রহমান তনয়, সাবেক এমপি এম নাসের রহমান সিলেটে অবস্থানরত মৌলভীবাজারবাসীসহ সর্বস্তরের সিলেটবাসীকে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

কবর জিয়ারতকালে খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, সিনিয়র সহ-সভাপতি আবদুল কাইয়ুম জালালী পংকী, মহানগর বিএনরি সহ-সভাপতি, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া প্রমুখ। নেতারা মরহুম এম সাইফুর রহমান ও বেগম দুররে সামাদ রহমানের কবরের পাশে ফাতিহা পাঠ করেন ও তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এরপর খন্দকার আবদুল মুক্তাদির গণসংযোগকালে চলাকালে দুপুর ১২টার দিকে কারান্তরীন নেতার পরিবারকে দেখতে তার বাড়িতে যান। পরিবারের খোঁজ খবর নেন। গত বৃহস্পতিবার রাতে কান্দিগাঁও ইউনিয়ন বিএনপি নেতা আলী হোসেন খানকে গ্রেফতার করে পুলিশ। এরপর তিনি মোগলাগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। বিকেল ৩টার দিকে খন্দকার আবদুল মুক্তাদির কান্দিগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপস্থিত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close