reporterঅনলাইন ডেস্ক
  ২১ সেপ্টেম্বর, ২০১৭

গণবিশ্ববিদ্যালয়ে আলোচনায় বক্তারা

বসবাস-অযোগ্য ঢাকাকে বদলে দেওয়া সম্ভব

পর্যাপ্ত ফুটপাত নির্মাণ, গণপরিবহনের সুব্যবস্থাপনা ও রাস্তাঘাটে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সর্বোপরি সরকারের সদিচ্ছাই পারে ঢাকা শহরের নিত্যদিনের অসহনীয় যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাভার গণবিশ্ববিদ্যালয়ে আয়োজিত মুক্ত আলোচনায় এ দাবি করে বিশিষ্ট নগরপরিকল্পনাবিদ ও স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশে ঢাকা শহরের মতো এত প্রশস্ত রাস্তাঘাট নেই। প্রশস্ত ও উন্নত রাস্তা থাকা সত্ত্বেও শুধু সঠিক ব্যবস্থাপনার অভাবে ঢাকাকে যানজটমুক্ত করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ঢাকা শহরের আশপাশের নদীগুলো ধ্বংস হওয়ায় পরিবেশগত ও ব্যবস্থাপনাগত সমস্যা দেখা দিয়েছে। এসব নদী ধ্বংসকারীদের যুদ্ধাপরাধীদের সঙ্গে তুলনা করে তাদের বিচার দাবি করেন তিনি।

মুক্ত আলোচনা শুরুর আগে স্থপতি মোবাশ্বের হোসেন ‘স্থপতি, স্থাপত্য ও জনগণ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তার প্রবন্ধে বলেন, একজন স্থপতি ও একজন রাষ্ট্রনায়ক মূলত এক। একজন স্থপতি প্রতিটি নকশা যেভাবে তৈরি করে বাস্তবে রূপ দেন, তেমনি একজন জননেতা-রাষ্ট্রনায়ক দেশ নিয়ে স্বপ্ন দেখে ধাপে ধাপে জনগণের জন্য সার্থকভাবে বাস্তবায়ন করেন। এজন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন স্থপতি হিসেবে আখ্যায়িত করা হয়। আলোচনা সভায় ‘জ্বালানী নিরাপত্তা : সংস্কার ও সক্ষমতা’ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ড. এম শামসুল আলম। তিনি বলেন, কোনো দেশ বা জাতির উন্নয়ন বা জীবনযাত্রার মান তাদের মাথাপিছু জ্বালানি বা বিদ্যুৎ তথা বাণিজ্যিক শক্তি প্রবাহ বা ব্যবহারের ওপর নির্ভরশীল।

আলোচনায় সভাপতিত্ব করেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকসহ কয়েকশ’ শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist