reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০২০

শহিদ আসাদ স্মরণে জাবিতে মোমবাতি প্রজ্বালন

ঊনসত্তরের গণ-আন্দোলনের ছাত্রনেতা শহিদ আসাদ স্মরণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ।

২০ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের মূল বেদিতে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহিদ আসাদ এবং ২০০১ সালে সিপিবির সমাবেশে বোমা হামলায় নিহত খুলনা বিএল কলেজের শিক্ষার্থী বিপ্রদাস রায়কে স্মরণ করেন তারা। এ সময় শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। মোমবাতি প্রজ্বালন শেষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি মিখা পিরেগু বলেন, ‘শহিদ আসাদ যেই আদর্শ, দর্শন ও সমাজব্যবস্থাকে বুকে ধারণ করে নিজের জীবন উৎসর্গ করেছিলেন আমরা তা ধারণ করে শোষণ-নিপীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। এতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন আরো বেগবান হবে।’ প্রসঙ্গত, ১৯৬৯ সালের ২০ জানুয়ারি স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের সমর্থনে হরতাল চলাকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহিদ হন আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ)।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close