reporterঅনলাইন ডেস্ক
  ২১ মে, ২০১৯

নিয়ম মানাই সবচেয়ে বড় প্রশিক্ষণ : যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, নিয়মরীতি মানাই হলো সবচেয়ে বড় প্রশিক্ষণ। ফ্রি স্টাইলে বিশ্ববিদ্যালয়ে চললে হবে না। বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে হলে অবশ্যই আইন মানতে হবে। যত দিন এ বিশ্ববিদ্যালয়ে আছি, তত দিন এ বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী চলবে। ১২ মে রোববার বিকালে যবিপ্রবির বঙ্গবন্ধু একডেমিক ভবনের গ্যালারিতে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের জন্য কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যবিপ্রবি প্রশাসনের সহায়তায় কর্মচারী সমিতি দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। অধ্যাপক আনোয়ার হোসেন আরো বলেন, প্রশিক্ষণ একজন মানুষকে পরিপূর্ণ করে তোলে। কারণ প্রতিদিনই বিভিন্ন আইনকানুন ও রীতিনীতি পাল্টাচ্ছে। সুতরাং এসব সঠিক প্রয়োগের পূর্বে আমাদের ভালোভাবে জানতে হবে। আবার কেউ পেছনে পড়ে আছে, তাকে সামনের দিকে এগিয়ে আনতে ও সময়োপযোগী করতে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close