reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মার্চ, ২০১৯

গবেষণায় ফেলোশিপ পাচ্ছেন রাবির ২২২ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২২২ জন শিক্ষার্থী সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন। গবেষণার তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের এ ফেলোশিপ দেওয়া হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান, খাদ্য ও কৃষিবিজ্ঞানÑ এই তিন ক্যাটাগরিতে সারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৬৫৮ জন শিক্ষার্থী ফেলোশিপ পাচ্ছেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২২২ জন শিক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৮১ জন, খাদ্য ও কৃষিবিজ্ঞান ক্যাটাগরিতে ৭৭ জন, জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৫১ জন, এমফিলে ৬ জন ও পিএইচডি ক্যাটাগরিতে ৭ জন নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এমএসসির প্রতি শিক্ষার্থী ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষক তিন লাখ টাকার আর্থিক অনুদান পাবেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close