reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

ইবিতে শব্দতট সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বপ্ন সাহিত্য পর্ষদের দ্বিতীয় প্রকাশনা ‘শব্দতট’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। ৩০ জানুয়ারি বুধবার বেলা তিনটায় রবীন্দ্র-নজরুল কলাভবনের ১০৪নং কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রাশিদ আসকারী এর মোড়ক উন্মোচন করেন। এবারের বিষয় ‘নজরুল ও অন্যান্য প্রসঙ্গ’।

উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘নজরুল আমাদের জাতীয় কবি। তিনি আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা। তাকে নিয়ে এ ধরনের একটি প্রকাশনা সত্যিই অসাধারণ। আমি এ পত্রিকার সাফল্য কামনা করছি।’

‘শব্দতট’ পত্রিকার সম্পাদক অনি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close