reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে ঢাবি উপাচার্য

আত্মনির্ভরশীলতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের বেড়ে উঠতে হবে

জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘ডিবেট ফর ডেমোক্র্যাসি’র আয়োজনে ‘বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা’ নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতা ৩১ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ডিবেট ফর ডেমোক্র্যাসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, পাবলিক বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে আজকের প্রতিযোগিতার বিতার্কিকরা যে চিন্তাচেতনা ও যুক্তি তুলে ধরেছে তা আমাদের ভবিষ্যৎ নীতিনির্ধারণে সহায়তা করবে। আগামীতে ঢাকা বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতির সংস্কারের চিন্তাভাবনা চলছে। আমরা চাই, শিক্ষার্থীরা কোচিং সেন্টারনির্ভর যাতে না হয়ে উঠে। আত্মনির্ভরশীলতার মধ্য দিয়ে যাতে শিক্ষার্থীরা বেড়ে উঠে, সেটাই আমাদের প্রত্যাশা। প্রতিযোগিতায় বাংলাদেশ টেক্সটাইল বিশ^বিদ্যালয়কে পরাজিত করে ইস্টার্ন ইউনিভার্সিটি বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। এতে বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক সাব্বির নেওয়াজ, সাংবাদিক মোস্তফা মল্লিক ও সাংবাদিক রোজিনা ইসলাম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close