reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি, ২০১৯

কুবিতে মুক্তিযুদ্ধের বই নিয়ে ভ্রাম্যমাণ বইমেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শ্রাবণ প্রকাশনীর আয়োজনে ‘মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা’ শুরু হয়েছে। ১৩ জানুয়ারি রবিবার দুপুর ১টায় ক্যাম্পাসের সাহিত্য সংগঠন ‘অনুস্বার’ এর সহযোগিতায় শুরু হয় দুই দিনব্যাপী এই ভ্রাম্যমাণ বইমেলা। ১৪ জানুয়ারি সোমবার মেলা শেষ হয়। শ্রাবণ প্রকাশনী ও বইনিউজের আয়োজনে ‘ইতিহাস ধরবো তুলে বই যাবে তৃণমূলে’ স্লোগানে অনুষ্ঠিত বইমেলাটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কুমিল্লা জেলা শহরের বিভিন্ন স্কুল কলেজেও অবস্থা নেয়। মেলায় মুক্তিযুদ্ধের ওপর বাছাই করা ৫ শতাধিক বই প্রদর্শন ও বিক্রি করা হয়। মুক্তিযুদ্ধের নির্বাচিত গ্রন্থসমূহ ২০ শতাংশ কমিশনে মেলায় বই পাওয়া যায়। বই মেলার এই আয়োজক ও প্রকাশক জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে চার মাসব্যাপী ভ্রাম্যমাণ এ বইমেলার আয়োজন করা হয়েছে। গত ৮ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন জেলা শহর, উপশহর ও শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বইভর্তি গাড়ি নিয়ে ছুটে বেড়াচ্ছে শ্রাবণ প্রকাশনীর ভ্রাম্যমাণ বইমেলার গাড়ি। একাত্তরের দিনগুলি, আমি বীরাঙ্গনা বলছি, বীরাঙ্গনার জীবনযুদ্ধ, ফিরে দেখা একাত্তরসহ পাঁচ শতাধিক মুক্তিযুদ্ধের ইতিহাস-সংবলিত বই নিয়ে সাজানো এ ভ্রাম্যমাণ বইমেলা গাড়ি। দেশের সর্বস্তরের মানুষের দ্বারপ্রান্তে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ভিন্নধর্মী এ বইমেলার আয়োজন করেছে শ্রাবণ প্রকাশনী ও বইনিউজ। দেশজুড়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধের বইমেলা। মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই অনলাইন, একাত্তর টিভি, সমকাল, নিউএজ ও জাগরণীয়া। সহযোগিতায় রয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ ও মুক্তিযুদ্ধ জাদুঘর। ৪ মাসব্যাপী এ বইমেলার ‘শ্রাবণ বইগাড়ি’ দেশের ৬৪ জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ভ্রমণ করবে। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close