reporterঅনলাইন ডেস্ক
  ০৯ অক্টোবর, ২০১৮

বাংলাদেশ ইউনিভার্সিটির সিএমও এশিয়াস এডুকেশন লিডারশিপ পুরস্কার অর্জন

দেশের শিক্ষাব্যবস্থায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালের জন্য সিএমও (ঈগঙ) এশিয়াস এডুকেশন লিডারশিপ পুরস্কার পেয়েছেন দেশের অন্যতম বেসরকারি বিশ^বিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির তিনজন শিক্ষার্থী। সম্প্রতি ঢাকার র‌্যাডিসন হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ, পরিচালক কাজী তাইফ সাদাত এবং বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইকবাল আহমেদ। পুরস্কারপ্রাপ্তদের সম্মানে ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ইউনিভার্সিটির আরবান ল্যাব মিলনায়তনে এক সংবর্ধনার আয়োজন করা হয়। ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব.) নিয়াজ মোহাম্মদ খান, পরিচালক (প্রশাসন ও নিরাপত্তা) মেজর (অব.) কে এস এম এজাজ আফজাল বীরপ্রতীক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান বক্তব্য দেন। এ ছাড়া পুরস্কারপ্রাপ্তরাও অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন পুরো বিইউ পরিবারের অর্জন। এর ফলে একদিকে যেমন বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার মান বৃদ্ধি পাবে, তেমনিভাবে আন্তর্জাতিক অঙ্গনেও ইউনিভার্সিটির পরিচিতি আরো বেড়ে যাবে। যার সুবিধা এখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাবেন বলে তারা অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close