reporterঅনলাইন ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

আইডিয়াল কমার্স কলেজে নবীনবরণ

ঢাকার আইডিয়াল কমার্স কলেজে সম্প্রতি হয়ে গেল ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ ও ছাত্র-শিক্ষক পরিচিতি সভা। বর্ণিল সে আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছিল রাজধানীর নামকরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাম্পাস। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মুঈন উদ্দিন খান। সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা ডক্টর এম এ হালিম পাটওয়ারী। কলেজের অধ্যক্ষ বেলাল আহমেদ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ও কোর্স পরিকল্পনা বিষয়ে অবহিত করেন। এ সভায় নবীন শিক্ষার্থী এবং কলেজের শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন। এ বছর কলেজটি ১৫তম বর্ষে পদার্পণ করল। বর্তমানে এখানে পড়ছে প্রায় ৬০০ ছাত্রছাত্রী। রয়েছেন ২২ জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক। ব্যবসায় শিক্ষার এ অনন্য কলেজটি পরিচালিত হচ্ছে দেশের খ্যাতনামা শিক্ষাবিদদের প্রত্যক্ষ নির্দেশনায়। রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেট এলাকায় এর নিজস্ব ক্যাম্পাস। রয়েছে পরিচ্ছন্ন ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক অডিটোরিয়াম, কম্পিউটার ল্যাব ও ইন্টারনেট সুবিধা। সৎ, সুশিক্ষিত, সুযোগ্য ও নিষ্ঠাবান মানুষ তৈরিই কলেজটির মৌলিক আদর্শ। এ আদর্শ বাস্তবায়নে কলেজটি তার সাফল্যের ধারা বজায় রাখবে-এটিই সবার চাওয়া।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close