reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০১৮

এক্স-কমের সামিট ২০১৮ সম্পন

আই ট্রিপল ই ইস্টার্ন ইউনিভার্সিটি স্টুডেন্টস ব্রাঞ্চ সফলভাবে আয়োজন করেছে ‘বাংলাদেশ সেকশন আই ট্রিপল ই স্টুডেন্টস ব্রাঞ্চ এক্সিকিউটিভ কমিটির (এক্স-কম) সামিট ২০১৮।’ সদস্যদের জন্য আই ট্রিপল ই এমনই একটি আন্তর্জাতিক প্ল্যাটফরম যেখানে বিশ্বের পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে কম্পিউটিং এবং টেকসই শক্তি, যোগাযোগব্যবস্থা, রোবোটিকস, স্বাস্থ্যসেবা ইত্যাদি বিভিন্ন বিষয়সমূহ সেমিনার, ওয়ার্কশপ ও ট্রেনিং সেশন ইত্যাদির মাধ্যমে তুলে ধরা হয়। এটি একটি সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবী সংগঠন। ১৮ মে শুক্রবার এই মিটআপ সামিটে বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ৩৬টি স্টুডেন্টস ব্রাঞ্চের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

ইস্টার্ন ইউনিভার্সিটির সেমিনার হলে আয়োজিত সামিটে স্বাগত বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং আই ট্রিপল ই ইউ স্টুডেন্টস ব্রাঞ্চের কাউন্সিলর অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান। নমিনেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট চেয়ারম্যান, আই ট্রিপল ই বাংলাদেশ সেকশন (বিডিএস) ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ, ভাইস চেয়ারম্যান (অ্যাকটিভিটি) মো. ইয়াসির আরাফাত প্রমুখ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আই ট্রিপল ই ইউ স্টুডেন্টস ব্রাঞ্চের শিক্ষার্থীরা তাদের কর্মকা- স্লাইড এবং পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। ইঞ্জিনিয়ার মো. খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টি, ইস্টার্ন ইউনিভার্সিটি (ই ইউ); অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, উপাচার্য, ই ইউ; অধ্যাপক ড. মো. আমিনুল হক, প্রকৌশল ও প্রযুুক্তি অনুষদের উপদেষ্টা সামিটে তাদের বক্তব্য দেন। এবারের সামিটে স্টুডেন্ট সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনটি শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist