চুয়েট প্রতিনিধি

  ২০ মে, ২০১৮

চুয়েটে ‘ডেভেলপমেন্ট অব নন-একাডেমিক স্টাফ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ও দাফতরিক কাজে কর্মকর্তাদের মানোন্নয়নের লক্ষ্যে ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অস্সূর্যান্স সেল’ (আইকিউএসি) কর্তৃক ‘ট্রেনিং অন ডেভেলপমেন্ট অব নন-একাডেমিক স্টাফ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দিনব্যাপী ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. হজরত আলীর সভাপতিত্বে ওই কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) পরিচালনা উপদেষ্টা এম আমিনুর। এতে স্বাগত বক্তব্য দেন চুয়েট আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, সরকার দাফতরিক কাজের স্বচ্ছতা ও গতিশীলতা আনতে ই-গভর্নেস সিস্টেম চালু করেছে। যেকোনো প্রতিষ্ঠানের প্রশাসনিক ও দাফতরিক কাজের মানোন্নয়নের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। চুয়েটের একাডেমিক কার্যক্রম ভালোভাবেই এগিয়ে চলেছে। এখন প্রশাসনিক কাজে গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাদের অফিস ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আশা করছি এ ধরনের কর্মশালা চুয়েটের প্রশাসনিক কার্যক্রমকে আরো বেশি গতিশীল করে তুলবে। ওই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও বিভাগের শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের মঝেধ্য সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist