reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মে, ২০১৮

স্ট্যামফোর্ডে দুটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

আসন্ন ফিউচার সিটি সামিট (হংকং-চায়না) আর গ্লোবাল ওন্টারপ্রিনিয়রশিপ বুটক্যাম্পের (ইন্দোনেশিয়া) ইনফরমেশন সেশনে ৬ মে রোববার রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে হাজির হয়েছিল কনফারেন্স দুটির বাংলাদেশি অফিশিয়াল

পার্টনার লিডসাস লিমিটেড।

সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর আরিফুর রহমান। স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন লিডসাস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিক আল সরকার, ফিউচার সিটি সামিট ও জিওবির কান্ট্রি ডিরেক্টর শাদমান সাদাব, জিওবির প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর তাফহীমুর রহমান।

এ সময় এফসিসি আর জিওবিতে কীভাবে আবেদন করতে হবে, দুটি বৈশ্বিক কনফারেন্সে যাওয়ার পদ্ধতি, সেখানের সম্ভাব্য শিডিউল, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের নিয়মকানুন জানায় আয়োজক প্রতিষ্ঠান লিডসাস লিমিটেড। এরই ধারাবাহিকতায় এর আগে, দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যায় টিম লিডসাস।

প্রধান অতিথির বক্তব্যে প্রক্টর আরিফুর রহমান বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এক বড় সুযোগ এ ধরনের আয়োজন। উদ্যোক্তা কিংবা নতুন কিছু যাদের জানার আগ্রহ তাদের এ ধরনের সুযোগ কাজে লাগানো উচিত।’ আয়োজক প্রতিষ্ঠান লিডসাসের প্রতিষ্ঠাতা সাদিক আল সরকার বলেন, ‘স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান। দেশজুড়ে ইনফরমেশন সেশনের ধারাবাহিকতায় আমরা স্টামফোর্ডে এসে বেশ সাড়া পেলাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে চাকরি, ইন্টার্নশিপসহ বিভিন্ন ধরনের বিষয়ে লিডসাস আপনাদের পাশে থাকবে।’ সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist