reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মার্চ, ২০১৮

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, শ্রদ্ধা আর ভালোবাসায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করেছে রাজধানীর মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বিশেষ আয়োজনের মধ্যে ছিল পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, সমবেত কণ্ঠে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন, উত্তাল ২৬ মার্চ ১৯৭১ নিয়ে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। প্রভাষক কৌশিক চাকমা ও সহকারী শিক্ষিকা মৌসুমী বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনমালায় সভাপতিত্ব করেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়–য়া। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল। ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় ১৯৭১ ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলেন সহকারী অধ্যাপক আবদুল হাই মজুমদার ও প্রভাষক রতন কুমার ধর। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করে বর্তমান বাংলাদেশ নিয়ে নিজেদের স্বপ্ন ও ভালোবাসার কথা জানান দশম শ্রেণির শিক্ষার্থী বসন্ত বিকাশ চাকমা ও তাসনিম রহমান প্রকৃতি। স্বাধীনতার বর্ণাঢ্য আয়োজনে দেশাত্ববোধক কবিতা পাঠ করে সবাইকে মুগ্ধ করেন সহকারী অধ্যাপক সৈয়দ নাসির আফজাল এবং একাদশ শ্রেণি বিজ্ঞান শাখার শিক্ষার্থী কাফশাদ তাইউস নূর। সভাপতির বক্তব্যে কলেজের রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া বলেন, রক্তাক্ত একাত্তর ও স্বাধীনতার আদর্শকে বুকে ধারণ করে তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বপন করতে হবে। প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া ছাত্রছাত্রী ও উপস্থিত সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন আজ আমরা শপথ করি দেশকে মনে-প্রাণে ভালোবাসব এবং সর্বদা দেশের কল্যাণে কাজ করব। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist