reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি, ২০১৮

আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত ঢাকা মহানগরী জোন আন্তকলেজ ভলিবল প্রতিযোগিতায় চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। গত ৭ ফেব্রুয়ারি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরুষ বিভাগে মাইলস্টোন কলেজ ভলিবল দল ২-১ সেটে নটর ডেম কলেজ দলকে পরাজিত করে বিজয় মুকুট অর্জন করে। খেলা শেষে বিজয়ী মাইলস্টোন কলেজ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ঢাকা শিক্ষা বোর্ডের শারীরিক শিক্ষা অফিসার মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষাবিদ মো. মনির হোসেন, মো. সহিদুল ইসলাম প্রমুখ। আন্তকলেজ ভলিবলে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি জয় করায় মাইলস্টোন কলেজ দলের কোচ এবং সব খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্নবী (অব.), অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম কামালউদ্দিন ভূঁইয়া (অব.) এবং প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম। ভলিবল দলের প্রতি এক অভিনন্দন বার্তায় তারা বলেন, শুরু থেকেই মাইলস্টোন কলেজ একাডেমিকভাবে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে আসছে। ভলিবল ওব্ব ধরনের সহশিক্ষা কার্যক্রমে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য এ প্রতিষ্ঠানের সেরা সক্ষমতা এবং সময় উপযোগী গুণগতমানের সামগ্রিক শিক্ষা দিতে প্রকৃত যোগ্যতার প্রমাণ রাখছে। উল্লেখ্য, এর আগে ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালেও মাইলস্টোন কলেজ আন্তকলেজ ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছিল। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist