reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০১৮

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত চুয়েট ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে চুয়েট পরিবার তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। ১৪ জানুয়ারি সকালে শুভেচ্ছা জ্ঞাপনকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীসহ চুয়েট পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

চুয়েট ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ১৯৫৮ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম আবদুল হোসেন, মা মরহুমা খায়রুন্নেসা। অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চট্টগ্রামের তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজের (বর্তমানে চুয়েট) ছাত্র হিসেবে ১৯৭৯ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন।

পরে তিনি কৃতিত্বের সঙ্গে এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে ৫টি মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন। ১১টি জার্নালে

তার গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ হয়। ২৭ এপ্রিল

২০১৬ সালে চুয়েটের পঞ্চম ভাইস চ্যান্সেলর

হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মোহাম্মদ

রফিকুল আলম।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি শনিবার উৎসবমুখর পরিবেশে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চুয়েট ভিসি পেয়েছেন ৬৪৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী উদয় শেখর দত্ত পেয়েছেন ২৩৮ ভোট। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist