reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি, ২০১৮

ভারতের দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ডিআইইউর সমঝোতা স্মারক স্বাক্ষর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ভারতের দুই শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান সোনা স্কুল অব ম্যানেজমেন্ট ও সোনা কলেজ অব টেকনোলজির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ড্যাফোডিল ইউনিভার্সিটির পক্ষে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও সোনা স্কুল অব ম্যানেজমেন্টের প্রফেসর এস কে মোহান্তী এবং সোনা কলেজ অব টেকনোলজির চকো ভেলিয়াপ্পা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

গত ২৯ ডিসেম্বর সোনা স্কুল অব ম্যানেজমেন্টের আয়োজনে তামিলনাডুর গোয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ‘ভবিষ্যতের কর্ম-প্রতিষ্ঠান : উপলক্ষ ও বাধাসমূহ’ শীর্ষক আলোচনায় সভাপতি ও প্যানেল বক্তার দায়িত্ব পালন করেন মো. সবুর খান। বিভিন্ন দেশের ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারণী প্রশাসক ও শিক্ষাবিদদের পারস্পরিক আলোচনা ও গবেষণালব্ধ জ্ঞানবিনিময়ের একটি উৎকৃষ্ট প্ল্যাটফরম তৈরির লক্ষ্যে নিয়মিত এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। আলোচকরা এই সম্মেলনে ভবিষ্যতের কর্ম-উদ্দীপনা, ব্যবসা, উদ্ভাবন, প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে মো. সবুর খান ভবিষ্যৎ ‘কর্ম-উদ্দীপনা’ বিষয়ে আলোচনা করেন, যা সম্মেলনে অংশ নেওয়া অতিথিদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়। তিনি তার আলোচনায় কর্ম-উদ্দীপনার নির্মাণ, ইন্ডাস্ট্রি ও একাডেমির সম্পর্ক, প্রযুক্তি উদ্যোক্তাদের মূল্যায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিষ্ঠানে মেধাবী কর্মীদের আকৃষ্ট করার উপায়, বৈশ্বির অভিবাসন, দ্রুত নগরায়ণ, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি বিষয় তুলে ধরেন। উল্লেখ্য, ভারতের বিজনেস স্কুলগুলোর মধ্যে সোনা স্কুল অব ম্যানেজমেন্ট দশম শীর্ষ অবস্থানে রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি তামিলনাডুতে দ্বিতীয় শীর্ষ প্রতিষ্ঠান। অন্যদিকে সোনা কলেজ অব টেকনোলজি ভারতের প্রকৌশল কলেজগুলোর মধ্যে তৃতীয় শীর্ষ অবস্থানে রযেছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist