reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০১৮

ওরিয়েন্টেশন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি

মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চশিক্ষার জন্য দেশের একমাত্র ও প্রথম মেরিটাইম বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশে’র মিরপুরের পল্লবীর অস্থায়ী ক্যাম্পাসে নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম ব্যাচ ও ওশানোগ্রাফির দ্বিতীয় ব্যাচের স্নাতকপর্যায়ের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন কমোডর এম জিয়াউদ্দিন আলমগীর প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় গভীর আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা, নিরাপত্তা, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে শিক্ষার্থীরা দেশ-বিদেশে দক্ষ মেরিটাইম পেশাজীবী হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের অর্জিত বৃহৎ সমুদ্রসীমায় নতুন নতুন গবেষণার মাধ্যমে সামুদ্রিক সম্পদ আহরণ, এই লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তি উদ্ভাবনসহ সার্বিক প্রস্তুতিতে দেশের পরিকল্পনা গ্রহণে ও দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারবে বলে প্রধান অতিথি তার আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist