নিজস্ব প্রতিবেদক

  ১৪ এপ্রিল, ২০১৯

করপোরেট কালচারে বৈশাখী উপহার

পহেলা বৈশাখ ঘিরে উপহারসামগ্রী পাঠানো আর খাবার-দাবারের নানা আয়োজন বাঙালির চিরায়ত উৎসবের মধ্যে অন্যতম। এ আয়োজনের মাধ্যমে ফুটে উঠে পারস্পরিক ভ্রাতৃত্ববন্ধন। মুড়কি-মুড়ি-বিন্নি-খই-বাতাসাসহ মিষ্টিমুখ করানোর এ আয়োজন গ্রামীণ জীবন ছাপিয়ে নগর জীবনেও চলে এসেছে বহুকাল আগে থেকেই।

মাটির পাত্রে মিষ্টিজাতীয় খাবার গ্রামবাংলায় বহন করা হলেও বৈচিত্র্যময় কাগজে মুড়িয়ে বাহারি খাবার পাঠানো হয় আজকাল শহরের করপোরেট অফিসগুলোতে। হাজার বছর ধরেই বাংলা বর্ষবরণের আয়োজন বাঙালির। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের দৃঢ় বন্ধনের লক্ষ্যেই থাকে উপহারসামগ্রীর আদান-প্রদান।

শহর জীবনের করপোরেট কালচারেও সেই চিরায়ত বন্ধন অটুট রাখতে নানা আয়োজন থাকে পহেলা বৈশাখের ঠিক আগমুহূর্তে।

উপহার হিসেবে পাঠানো খাবার-দাবার সহকর্মীরা হাসিমুখে খেয়ে থাকেন একে অপরের সঙ্গে ভাগাভাগি করে। আর এর মধ্যে বাড়ে ভালোবাসার বন্ধন।

বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের ভেতরে সবচেয়ে বড় আয়োজন বৈশাখ উদযাপন। এখন শুধু গ্রামীণ জীবনেই না, খই-বাতাসা-জিলাপি-আমিত্তির ঘ্রাণ ঘুরে বেড়ায় শহরের করপোরেট কালচারেও। বৈশাখ আসুক সম্পর্কের নতুন নতুন আয়োজনকে আরেকটু দৃঢ় করতেÑ এমনই প্রত্যাশা সবার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close