আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ মে, ২০১৭

মার্কিন সংবাদমাধ্যমকে আবার তুলোধুনো ট্রাম্পের

কোনো ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর প্রকাশের আগেই ম্যাঞ্চেস্টার বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গির নাম বেরিয়ে গিয়েছিল প্রথম সারির এক মার্কিন দৈনিকে। এ নিয়ে ব্রিটিশ প্রশাসন উষ্মা প্রকাশ করতেই নিজের দেশের সংবাদমাধ্যমকে তুলোধোনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি করে তথ্য ফাঁস হলো, তা জানতে জাস্টিস ডিপার্টমেন্টকে তদন্ত করার নির্দেশও দিয়েছেন তিনি। নির্বাচনের আগে থেকেই মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে সাপে-নেউলে সম্পর্ক ট্রাম্পের। বিভিন্ন খবরের কাগজ ও টিভি চ্যানেলকে নাম করে করে তিরস্কার করেন তিনি। যোগ দেন না হোয়াইট হাউসের সাংবাদিকদের বিশেষ নৈশভোজেও। যে মার্কিন দৈনিকে ম্যাঞ্চেস্টার হামলা নিয়ে নানা তথ্য ফাঁস হয়েছে, তাদের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খুবই খারাপ!

ন্যাটো সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্রাসেলসে এসেছেন ট্রাম্প। সেখানেই তিনি বলেন, ‘আমাদের দেশের সংবাদমাধ্যমে বারবার তথ্য ফাঁসের ঘটনা ঘটছে। যে কোনো দেশেই এ ধরনের তথ্য ফাঁস জাতীয় নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক।’ ট্রাম্প হোয়াইট হাউস দখল করার পরে প্রথম যে রাষ্ট্রনেতা আমেরিকায় এসে দেখা করেছিলেন, তিনি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। সেই কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, ‘ব্রিটেনের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই গভীর। সত্যি বলতে কি, অন্য কোনো দেশের সঙ্গে আমরা এত ঘনিষ্ঠ নই। এ ধরনের তথ্য ফাঁসের ঘটনা খুবই ন্যক্কারজনক।’

এই তথ্য ফাঁসের জেরে ভবিষ্যতে আমেরিকার সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান আর করা হবে কি না, তা নিয়ে ব্রিটিশ প্রশাসনের অন্দরে ভাবনাচিন্তা শুরু হয়ে গেছে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্রাসেলসেই কথা বলবেন বলে জানিয়েছেন তেরেসা মে। তবে ট্রাম্পের বিবৃতির পরে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতে কিছুটা মলম পড়ল বলে মনে করছেন কূটনীতিকরা।

ম্যাঞ্চেস্টার বিস্ফোরণের পরে ব্রিটিশ তদন্তকারীরা প্রথম থেকেই বলছিলেন, তাদের কাছে জঙ্গি সম্পর্কে তথ্য রয়েছে। কিন্তু নিরাপত্তার কারণে তারা এই মুহূর্তে সেগুলো প্রকাশ্যে আনছেন না। তার পরেও মার্কিন দৈনিকে আত্মঘাতী সেই জঙ্গি সলমন আবেদির নাম প্রকাশ করা হয়। এ দেশের সন্ত্রাস দমন বিশেষজ্ঞেরা বলেন, চক্রীর নাম প্রকাশের ক্ষেত্রে অন্তত ৩৬ ঘণ্টা অপেক্ষা করাই দস্তুর। যাতে পরে ওই সন্দেহভাজনের পরিবার, বন্ধুবান্ধবকে চমকে দেওয়া যায়। শুধু তা-ই নয়, ফরেন্সিক তদন্তে উঠে আসা বেশ কিছু তথ্যও ফাঁস হয়ে গেছে মার্কিন দৈনিক মারফত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist