আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ আগস্ট, ২০১৯

জাকির নায়েকের ভাষণে মালয়েশীয় পুলিশের নিষেধাজ্ঞা

ইসলামি বক্তা জাকির নায়েককে মালয়েশিয়ায় একটি ইসলামি অনুষ্ঠানে ভাষণ দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে মালয়েশিয়া থেকে চীনা ও ভারতীয় সংখ্যালঘুদের নিজ দেশে ফেরত পাঠানোর মতো বর্ণবাদী বক্তব্যের জের ধরে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। প্রায় তিন বছর থেকে মালয়েশিয়ায় বাস করছেন ভারতের নাগরিক জাকির নায়েক। মালয়েশিয়া তাকে স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছে। আগস্টে এক অনুষ্ঠানে চীন ও ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘুদের বিতাড়নের পরামর্শ দিয়ে বিপাকে পড়েছেন ভারতের বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েক। সে দেশের মন্ত্রিসভার একাংশ তার স্থায়ী আবাসিকতা বাতিলের পক্ষে অবস্থান নিয়েছে। অন্য রাজনীতিকদের পাশাপাশি অন্তত চার মন্ত্রী তাকে প্রত্যার্পণের আহ্বান জানিয়েছেন। তবে সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিজের বক্তব্য ভুলভাবে উদ্ধৃত করার অভিযোগ তুলেছেন জাকির নায়েক।

তার দাবি, রাজনৈতিক ফায়দা নিতে মালয়েশিয়ার সরকারের প্রতি তার প্রসংশাসূচক বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

জাকির নায়েক ইস্যুতে বুধবার মালয়েশিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন জানান, কয়েকজন ব্যক্তি ফেক নিউজ ছড়াচ্ছেন এবং বর্ণবাদী মন্তব্য করছেন। তারা মালয়েশিয়ার স্পর্শকাতরতাকে বিবেচনায় নিচ্ছেন না।

এক বিবৃতিতে ইয়াসিন বলেন, এই বিষয়ে কঠোর পদক্ষেপ ও জাকির নায়েকসহ আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে পুলিশ।

শুক্রবার মালয়েশীয় সংবাদমাধ্যমে এক সিনিয়র পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, পার্লিসে মালয়েশিয়া রিভার্টস ক্যাম্পে জাকির নায়েককে ভাষণ দিতে দেওয়া হবে না। এই অনুষ্ঠানটি মালয়েশিয়ায় ধর্মান্তরিত মুসলিমদের সবচেয়ে বড় সমাবেশ। এতে জাকির নায়েক ও তার ছেলে ফারিক ভাষণ দেওয়ার কথা ছিল। এক সংবাদ সম্মেলনে পার্লিস পুলিশ প্রধান নুর মুশার জানান, জাকির নায়েকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি পার্লিস আসতে পারবেন কিন্তু ভাষণ দিতে পারবেন না। যদি তিনি ভাষণ দেন তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

ভারতের আদালতে অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে। দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে ২০১৮ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close