আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ জানুয়ারি, ২০১৯

সবাই ভাবল ঘুমন্ত পশু, কিন্তু আসলে....

দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কোনো এক পশু গর্তে ঘুমিয়ে আছে। আর বাইরের দিকে বেরিয়ে আছে তার পশম। কাছে গিয়েও ঠিক তাই মনে হবে। এমনই মনে হয়েছিল মেক্সিকোর দুই যুবকের। কিন্তু যেই না ওই জায়গায় একটি লাঠি দিয়ে খোঁচা দিলেন, ভুল ভাঙল তাঁদের। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অদ্ভুত ওই লোমশ জিনিসটার কাছে যাওয়া পর্যন্তও ওই দুই যুবকের একজনকে বলতে শোনা গিয়েছে, ‘আমি জানি না এটা কী, এটা কী কোনো পশু ঘুমিয়ে আছে? ’ লাঠি দিয়ে খোঁচা মারা মাত্রই পরিষ্কার হয়ে গেল, প্রচুর মাকড়সা জালের মধ্যে কিলবিল করছে। রাডা এসসি নামের এক টুইটার ইউজার এই ভিডিয়োটি পোস্ট করেছেন। টুইটারে লিখেছেন, ‘গতকাল মঙ্গলবার সোনোরা জেলার আলামোসে ঘুরতে গিয়ে ভাবলাম হয়তো গুহায় কোনো পশু ঘুমিয়ে আছে। কিন্তু না পরে যা বেরল, তা সত্যিই আশ্চর্যজনক।’ গত সপ্তাহে পোস্ট করা হয়েছিল এই ভিডিও। আর প্রায় ১২ কোটিরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি। বিচিত্র সব কমেন্টেও ভরে গিয়েছে ওই ব্যক্তির টুইটার প্রোফাইল। আদতে এগুলো মাকড়সারই আর একটা প্রজাতি।

এই ধরনের মাকড়সাকে বলা হয় ফলসিডে বা সেলার স্পাইডার্স। তবে এই ধরনের মাকড়সার খুব একটা ক্ষতিকারক নয় এবং এদের বিষও নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close