আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ নভেম্বর, ২০১৮

জার্মানি এবং ইইউ ইদলিবে সন্ত্রাসীদের তহবিল দিচ্ছে

বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের তান্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সিরিয়া

জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্য দেশ সিরিয়ার ইদলিব শহরে তৎপর সন্ত্রাসীদের অর্থের জোগান দিচ্ছে। এসব সন্ত্রাসী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে এখনো যুদ্ধ করছে।

জার্মান পত্রিকা তাগেসপিগেল এ খবর দিয়েছে। পত্রিকাটির বরাত দিয়ে ব্রিটেনের টেলিগ্রাফ গত রোববার জানিয়েছে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ৪ কোটি ইউরো সন্ত্রাসীদের কাছে পাঠিয়েছে। এর আগেও দেশটি সন্ত্রাসীদের অর্থ দিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, বাশার আল আসাদ সরকারের পতন ঘটানোর জন্য জার্মানি এ পর্যন্ত মোট ৪ কোটি ৯০ লাখ ইউরো দিয়েছে। একই পরিমাণ অর্থ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের আরো কয়েকটি দেশ। ইইউর যেসব দেশ সন্ত্রাসীদের কাছে অর্থ পাঠিয়েছে সেখানে জার্মানি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।

তবে সন্ত্রাসীদের কাছে জার্মান সরকার যেসব অর্থ দিয়েছে তার সঠিক তালিকা দিতে রাজি হয়নি কারণ তাতে রাশিয়া ও সিরিয়ার ঘটনাবলিতে জড়িত অন্যরা ক্ষুব্ধ হতে পারে। ইউরোপীয় পার্লামেন্টের সংসদ সদস্য এভরিম সোমারের এক প্রশ্নের জবাবে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থ দেয়ার তথ্য জানান। ওই তথ্য হাতে পেয়েছে তাগেসপিগেল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close