আন্তর্জাতিক ডেস্ক

  ১০ নভেম্বর, ২০১৮

ফেসবুকে নারী বন্ধু : ৯ লাখ টাকা গেল বৃদ্ধের

ফাঁদে পড়ে ৯ লাখ টাকা গচ্চা দিলেন এক বৃদ্ধ। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক নারীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলেন তিনি। তাতেই কষ্টের রোজগার হারালেন বৃদ্ধ। ৬৫ বছরের ওই বৃদ্ধ ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। একটি কোচিং সেন্টার চালান। চলতি বছরের আগস্ট মাসে ফেসবুকে লিওনি নামে এক নারীর সঙ্গে পরিচয় হয়। জর্ডানের বাসিন্দা হিসেবে নিজের পরিচয় দেন ওই নারী। ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ে দুজনের মধ্যে। আলাপ জমে ওঠার কিছুদিন পর আচমকাই অমিত নামের এক ব্যক্তি ফোন করে ওই বৃদ্ধকে জানান, ৭০ হাজার ডলার নিয়ে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিলেন লিওনি। দিল্লি বিমানবন্দরে তাকে আটক করেছেন অভিবাসী দফতরের কর্মকর্তারা। ছাড় পেতে অবিলম্বে ২৪ হাজার টাকা দরকার। ছাড়া পেয়েই টাকা ফিরিয়ে দেবেন লিওনি। বিশ্বাস করে, ওই নারীর অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দেন তিনি। কিন্তু তার পরও টাকার দাবি আসতে থাকে। এভাবে তিন মাসে ৯ লাখ ৪০ হাজার টাকা অজানা অচেনা ওই নারীর অ্যাকাউন্টে জমা দেন।

সন্দেহ জাগায় সম্প্রতি বেশ কয়েকবার অমিতকে ফোন করেন তিনি। কিন্তু ফোন বন্ধ পান। তখনই টনক নড়ে তার। শেষাবধি গত বুধবার কান্দিভালি থানায় ছুটে যান। লিখিত অভিযোগ দায়ের করেন। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতি ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close