আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ জুলাই, ২০১৮

ফেসবুকের তথ্য অপব্যবহারের তদন্ত ‘বিস্তৃত হচ্ছে’

রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা কর্তৃক ফেসবুক ইনকরপোরেটেডের তথ্য অপব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান তদন্ত আরো বিস্তৃত হচ্ছে। তদন্ত ঘনিষ্ঠ কয়েকজনের উদ্ধৃতি দিয়ে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে ওয়াশিংটন পোস্ট, খবর বার্তা সংস্থা রয়টার্সের। ক্যামব্রিজ অ্যানালিটিকার কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর ফেসবুক যেসব ব্যবস্থা গ্রহণ করেছে এবং যে বিবৃতিগুলো দিয়েছে সেগুলোও তদন্তের আওতায় নেওয়া হয়েছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ তিনটি সংস্থা এ তদন্তের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ক্যামব্রিজ অ্যানালিটিকার সঙ্গে তথ্য শেয়ারিং সম্পর্কে ফেসবুক যেসব বিবৃতি দিয়েছে বিস্তৃত তদন্তে সেগুলোতেই জোর দেওয়া হচ্ছে। এসব বিবৃতি অন্তর্নিহিত তথ্যের সঙ্গে খাপ খায় কি না এবং বিষয়টি সম্পর্কে ফেসবুক যথাসময়ে পর্যাপ্ত পূর্ণ তথ্য প্রকাশ করেছে ও বিনিয়োগকারীদের তথ্য দিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist