আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ মার্চ, ২০১৮

গাজা সীমান্তে শতাধিক ‘শার্পশুটার’মোতায়েন ইসরায়েলের

ফিলিস্তিনিদের পরিকল্পিত গণবিক্ষোভের আগে গাজা সীমান্তে শতাধিক শার্পশুটার মোতায়েন করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল গাদি এইজেনটুয়াট। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গণবিক্ষোভের সংগঠকরা জানিয়েছেন, ওই স্পর্শকাতর সীমান্তে পুরো পরিবারসহ হাজার হাজার ফিলিস্তিনি জমায়েত হবে বলে আশা করছেন তারা। বর্তমানে যেটি ইসরায়েল সেখানে ফিলিস্তিনি শরণার্থীদের ফিরে যাওয়ার অধিকার আদায়ের দাবিতে শুক্রবার থেকে ছয় সপ্তাহব্যাপী এক প্রতিবাদের ডাক দিয়েছেন তারা।

প্রতিবাদে যোগ দেওয়া লোকজন সীমান্ত বরাবর পাঁচটি জায়গায় তাঁবু খাটিয়ে অবস্থান করবেন। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে ইসরায়েলের সীমান্ত বেড়াসংলগ্ন গাজার অংশে একটি ‘প্রবেশ নিষেধ’ জোন আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

জেনারেল এইজেনটুয়াট দৈনিক এদিওথ আহরোনোথকে জানিয়েছেন, প্রতিবাদ চলাকালে সীমান্ত বেড়ার কোনো ক্ষতিসাধন বা ‘ব্যাপক অনুপ্রবেশ’ মেনে নেবে না ইসরায়েলি সামরিক বাহিনী।

তিনি বলেছেন, ‘আমরা শতাধিক শার্পশ্যুটার মোতায়েন করেছি। পুরো সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট থেকে তাদের বেছে নেওয়া হয়েছে, প্রাথমিকভাবে স্পেশাল ফোর্সেস থেকে। জীবন ঝুঁকির মধ্যে পড়লে তাদের গুলি করার অনুমতি দেওয়া হয়েছে।’

বিক্ষোভের সংগঠকরা জানিয়েছেন, গাজা নিয়ন্ত্রণকারী হামাস আন্দোলনসহ ফিলিস্তিনিদের বেশ কয়েকটি উপদল এই প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist