reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মার্চ, ২০১৮

কৃষকদের দাবি মেনে নিল মহারাষ্ট্র সরকার

আন্তর্জাতিক ডেস্ক

শর্তহীন ঋণ মওকুফ, বকেয়া বিদ্যুৎ বিল মওকুফ, তাদের জমি তাদের নামে ফিরিয়ে দেওয়া এবং স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিসহ অখিল ভারত কিষাণ সবার সব দাবি মেনে নিল ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার। দাবি আদায়ের জন্য ১৮০ কিলোমিটার দীর্ঘ এক পদযাত্রা শেষে গত দুদিন ধরে প্রায় ৫০ হাজার কৃষক মুম্বাইয়ে এসে জড়ো হচ্ছিলেন। প্রখর সূর্য, ক্লান্ত দেহ, ফেটে যাওয়া পায়ের তালু এবং অপর্যাপ্ত খাবার কোনোকিছুই তাদের দমাতে পারেনি। মহারাষ্ট্রের দেবেন্দ্র ফাদনাবিশ সরকার কৃষকদের দাবি মেনে নিয়ে সেগুলো বাস্তবায়নের লিখিত অঙ্গীকার করেছে। এ কথা জানান প্রতিমন্ত্রী চন্দ্রকান্ত পাতিল। কৃষকদের একটি প্রতিনিধি দল গত সোমবার বিকালে রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সেখানেই সরকারের সঙ্গে কৃষকদের এই সমঝোতাটি হয়।

মুখ্যমন্ত্রী ফাদনাবিশ সাংবাদিকদের বলেন, রাজ্যের মুখ্যসচিব এ বিষয়ে ফলো-আপ করবেন। এসব দরিদ্র কৃষক নাসিক থেকে ছয় দিনের ১৮০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শেষে মুম্বাইয়ে এসে সমবেত হয়েছিলেন দাবি আদায়ের জন্য। তাদের পরিকল্পনা ছিল সোমবার তারা রাজ্য বিধানসভা ভবন ঘেরাও করবেন। কিন্তু তা আর করতে হয়নি। এর আগেই রাজ্য সরকারের টনক নড়ে। মুম্বাই এসে পৌঁছানোর পর শহরের শত শত দরদী বাসিন্দা তাদের খাদ্য, পানীয় ও ওষুধের ব্যবস্থা করেন। কৃষকরাও ছিলেন সুশৃঙ্খল। ছাত্রছাত্রীদের পরীক্ষার কথা মাথায় রেখে তারা কোনো রকম জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকেন। এভাবে তারা মুম্বাই শহরবাসীকে এক বিরল নজির তৈরি করে দেখালেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist