আন্তর্জাতিক ডেস্ক

  ০২ মার্চ, ২০১৮

কাশ্মীরে ভারতীয় সৈন্যদের হামলায় ২ পাকিস্তানি সেনা নিহত

বিতর্কিত কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সৈন্যদের গুলিতে অন্তত দুই পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। বুধবার সন্ধ্যায় পাকিস্তান সেনাবাহিনীর গণযোগাযোগ শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, ভারতীয় সৈন্যরা বিনা উসকানিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভিম্বার সেক্টরের নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালিয়েছে।

২০০৩ সালে দুই দেশই নিয়ন্ত্রণরেখা বরাবর অস্ত্রবিরতি ঘোষণা করেছে। কিন্তু প্রায়ই সেখানে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয় এবং অস্ত্রবিরতি লঙ্ঘনের জন্য দেশ দুটি পরস্পরকে দায়ী করে। মঙ্গলবার ভোরে পাকিস্তানের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় ভারতের ডেপুটি হাইকমিশনার জেপি সিংকে তলব করে এবং বিনা উসকানিতে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সৈন্যদের অস্ত্রবিরতি লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানায়।

মন্ত্রণালয় আরো জানায়, ২০১৮ সালে ভারতীয় বাহিনী ৪০০র বেশিবার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। এতে ১৮ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। বাসস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist