বগুড়া প্রতিনিধি

  ২০ অক্টোবর, ২০১৭

বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার গাবতলী উপজেলায় পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। গত বুধবার রাতে পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার অভিযোগ এনে পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। মামলায় উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে প্রধান করে ৫০-৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে গ্রেফতার করেছে পুলিশ।

বগুড়ার গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাসার জানান, গত বুধবার রাতে পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার অভিযোগ এনে পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। বুধবার বিকেলে গাবতলী উপজেলা পোস্ট অফিসের সামনে বিএনপির নেতাকর্মীরা জমায়েত হয়ে মিছিল নিয়ে উপজেলা পরিষদের গেটের সামনে পুলিশের ওপর হামলা করে। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে সমাবেশ ও মিছিল করাকে কেন্দ্র করে বগুড়ার গাবতলী উপজেলায় পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist