শেরপুর প্রতিনিধি

  ১২ আগস্ট, ২০১৭

শেরপুরে হাতির হামলায় কৃষক নিহত

শেরপুরের শ্রীবর্দী উপজেলায় বুনো হাতির আক্রমণে একজন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শ্রীবর্দী থানার ওসি মো. রেজাউল হক জানান, গত বৃহস্পতিবার রাতে বুনো হাতির দল রানী শিমুল ইউনিয়নের গারো পাহাড় সংলগ্ন মালাকুচা গ্রামে ওই হামলা চালায়। নিহত আবদুল হাই (৬৫) ওই গ্রামের কডু মন্ডলের ছেলে। আহতরা হলেন একই গ্রামের আঙ্গুরী বেগম (৫০) এবং তার নাতি মাখন খাতুন (৭)। আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে একদল বুনো হাতি পাহাড় থেকে নেমে এসে গ্রামের বিভিন্ন বাড়িঘরে হামলা চালায়। গ্রামবাসী ছোটাছুটি করে পালানোর সময় আব্দুল হাই হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নাতিকে কোলে করে পালাতে থাকা আঙ্গুরীকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে নানি-নাতি দুজনই আহত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist