চট্টগ্রাম ব্যুরো

  ১০ আগস্ট, ২০১৭

সিডিএ চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রমিক নেতা হত্যার অভিযোগ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামের বিরুদ্ধে এক শ্রমিক নেতাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এসেছে। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সিডিএ কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের স্ত্রী সুলতানা রাজিয়া।

এ সময় নিজেদের জানমালের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সুলতানা রাজিয়া। হাবিবুর রহমান হাবিব সিডিএ কর্মচারী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে সুলতানা রাজিয়া বলেন, ‘শ্রমিক ইউনিয়নের বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের পক্ষে অবস্থান নেওয়ায় আমার স্বামীকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বদলি করেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। আদালত সেটা স্থগিত করলে আমার স্বামীকে চাকরিচ্যুত করেন তিনি। পরে তাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়।’

তিনি আরো বলেন, ‘এ বছরের এপ্রিলের শুরুতে সিডিএর চেয়ারম্যান হিসেবে আবদুচ ছালাম পুনঃনিয়োগ প্রাপ্ত হলে সেটার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন চট্টগ্রামের আবু সাঈদ চৌধুরী নামের এক ব্যক্তি। ওই রিটের পেছনে আমার স্বামীর ভূমিকা আছে সন্দেহ করে আবদুচ ছালাম সন্ত্রাসী দিয়ে তাকে হত্যার পাঁয়তারা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আমার স্বামীর ক্ষতি করতে ব্যর্থ হয়ে এখন সন্ত্রাসী দিয়ে নানাভাবে তার জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে।’

সুলতানা রাজিয়া বলেন, ‘চলতি মাসের ৩ আগস্ট আমাদের বাসা বায়েজিদ বোস্তামী এলাকার রৌফাবাদ আরবান হাউজিং সোসাইটির শাহ আলমের বিল্ডিংয়ে র‌্যাবের পোশাক ও সাদা পোশাক পরা কিছু লোক সশস্ত্র অবস্থায় রাত ২টার দিকে আমার স্বামীকে খুঁজতে থাকে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, অটোরিকশা শ্রমিক লীগের সভাপতি ফেরদৌস হাসান মুকুল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি গোলাম মোস্তফা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist