গাইবান্ধা প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০১৭

গাইবান্ধায় ‘নিখোঁজ’ চার নেতার দুজন ফিরেছেন

তারা আতঙ্কিত, মুখ খুলছেন না

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আওয়ামী লীগের তিনজনসহ চার নেতা ‘নিখোঁজ’ হওয়ার ১০ দিন পর দুজন বাড়ি ফিরে এসেছেন। গত বুধবার গভীর রাতে ফিরে আসা দুই নেতা হলেন উপজেলা যুবলীগের সহসভাপতি দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ারুল হাসান জিম ম-ল ও দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেক। গতকাল বৃহস্পতিবার এ দুজনের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তারা তাদের বন্দিদশা নিয়ে মুখ খোলতে রাজি হননি। এ সময় তার চোখ-মুখে আতঙ্কের ছাপ দেখা গেছে।

গত ৯ জানুয়ারি মনোয়ারুল হাসান ও সাদেকুল ইসলাম সাদেক এবং পরদিন নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স ও দামোদরপুর ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলা নিখোঁজ হন।

মনোয়ারুল বলেন, বুধবার গভীর রাতে কয়েকজন লোক একটি মাইক্রোবাসে করে এনে তাদের দুজনকে নীলফামারীর সৈয়দপুর শহরের অদূরে ফাঁকা জায়গায় ছেড়ে দেয়। তারা আমার মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা-পয়সা ফেরত দিয়ে সোজা রাস্তায় চলে যেতে বলে। পেছনে ফিরে তাকাতে নিষেধ করে। তারা কারা, কেন তুলে নিয়েছিল, সে বিষয়ে মনোয়ার কিছু বলতে চাননি। গতকাল বৃহস্পতিবার সকালে কথা বলার সময় তাকে আতঙ্কিত দেখা গেছে। তাকে ও সাদেককে আলাদা রাখা হয়েছিল বলে জানান তিনি। মনোয়ারুলের বরাত দিয়ে তার ভাতিজা পলাশ ম-ল বলেন, ‘গত ৯ জানুয়ারি মনোয়ার ও সাদেক মোটরসাইকেলে করে নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন। লালবাজারের কাছ থেকে সাদা পোশাকে মাইক্রোবাসে আসা ১৫ জনের মতো লোক তাদের হাতকড়া পরিয়ে ও চোখ বেঁধে নিয়ে যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা

পর তারা তাদের দুজনকে আলাদা ঘরে নিয়ে আটকে রাখে। এর তিন-চার দিন পর তারা মনোয়ারুলকে গোসল করে নামাজ পড়তে বলে। তারপর তারা তাকে ভালো খাবার-দাবার খাইয়ে বলে, আজ তাদের শেষ করা হবে। তবে শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে।’

চার নেতা নিখোঁজ হওয়ার পর সাদুল্লাপুর থানায় অভিযোগ ও জিডি করেন তাদের স্বজনরা। এ ছাড়া তাদের সন্ধান দাবিতে গত নয় দিনে উপজেলা শহর ও নলডাঙ্গায় কয়েক দফা মিছিল, হরতাল-অবরোধ, মানববন্ধন ও থানা ঘেরাও কর্মসূচি এবং সংবাদ সম্মেলন করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist