নিজস্ব প্রতিবেদক

  ১০ জুলাই, ২০২০

সাংবাদিক রাশীদ উন নবী বাবুর দাফন সম্পন্ন

জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য সাংবাদিক রাশীদ উন নবী বাবুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার জোহরের পর তার জন্মস্থান বগুড়া শহরের মালতিনগর এলাকার এমএস ক্লাব মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শহরের ঠনঠনিয়া এলাকায় অবস্থিত ভাই পাগলার মাজার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

গত বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক রাশীদ উনি নবী বাবু বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। ৪৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব, সাপ্তাহিক পূর্ণিমাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক আমার দিন পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। গতকাল সাংবাদিক বাবুর লাশ ঢাকা থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে বগুড়ার বাসায় আনা হয়। সেখানে বগুড়ার বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাংবাদিকরা তাকে শেষ দেখার জন্য যান। বগুড়া সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাব থেকে তার লাশের পাশে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে সিনিয়র এই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করে জেলা ও পুলিশ প্রশাসন বিবৃতি দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close