আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ আগস্ট, ২০১৯

উড়ন্ত বোর্ডে ইংলিশ চ্যানেল পাড়ি

‘পায়ের নিচে ছোট্ট বোর্ড লাগিয়ে মানুষ পাখির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাবে’Ñ এমন দৃশ্যের বর্ণনা ছিল শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনিতে। কিন্তু সেটা যেন এখন বাস্তব হচ্ছে। ফরাসি একজন উদ্ভাবক সেটাই করে দেখিয়েছেন। পিঠে জ্বালানি ভর্তি ব্যাগ নিয়ে ছোট্ট বোর্ডের ওপর দাঁড়িয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এক দেশ থেকে গেছেন আরেক দেশে। তার নাম ফ্র্যাংকি জাপাটা (৪০)। পাখিও না আবার বিমানও নয়, এ রকম যে বোর্ডের ওপর দাঁড়িয়ে তিনি উড়ে গেছেন, সেটির নাম ফ্লাই বোর্ড বা উড়ন্ত বোর্ড। দ্য ডেইলি মেইল গতকাল সোমবার এ খবর জানায়।

ফ্রান্সের ক্যালে শহরের কাছে সেনগাত থেকে গত রোববার সকাল ৬টা ১৭ মিনিটে উড়াল দেন ফ্র্যাংকি জাপাটা। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তিনি ব্রিটেনে ডোভারের সেন্ট মার্গারেট বে-তে নামেন। এ সময় বহু মানুষ তাকে স্বাগত জানান। কেরোসিন ভর্তি একটি ব্যাক-প্যাক দিয়ে চালিত ফ্লাই বোর্ডে ২২ মাইল পথ পাড়ি দিতে সময় লেগেছে ২২ মিনিট। এর আগে গত ২৫ জুলাই তিনি একই চেষ্টা করে ব্যর্থ হন। কারণ ছিল ব্যাক-প্যাকের জ্বালানি শেষ হয়ে যাওয়া। এবার সেই সমস্যা ছিল না। সমুদ্রের মাঝে একটি নৌকায় নেমে নতুন করে জ্বালানি নিয়ে বাকিটা পথ পাড়ি দিতে সক্ষম হন। বলা হচ্ছে, এই উদ্ভাবন হতে পারে যুগান্তকারী ঘটনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close