নিজস্ব প্রতিবেদক

  ১৬ মে, ২০১৯

পানির নমুনা সংগ্রহে খরচ হবে ৭৬ লাখ টাকা

ওয়াসার পানির ১০৬৪টি নমুনা সংগ্রহ করতে বাজেট লাগবে ৭৬ লাখ টাকা। হাইকোর্টে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জমা দেয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে আজ বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে।

গত সোমবার শুনানিতে আদালতের নির্দেশের পরও ঢাকা ওয়াসার কোন কোন এলাকার পানি সবচেয়ে বেশি অনিরাপদ তা পরীক্ষা করে প্রতিবেদন না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা ওয়াসার পানি পরীক্ষায় যে অর্থ খরচ হবে তা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বুধবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল আদালত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close