চট্টগ্রাম ব্যুরো

  ১৪ এপ্রিল, ২০১৯

কৃষ্ণকুমারী স্কুলে শিগগিরই নতুন ভবন

চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ‘বার্ষিক মিলাদ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী-২০১৯’ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন শিগগিরই কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হবে। ছয় তলাবিশিষ্ট ওই ভবন নির্মাণে ব্যয় হবে প্রায় ৮ কোটি টাকা। শিক্ষা প্রকৌশল অধিদফতরের অর্থায়নে নান্দনিক ভবনটি নির্মিত হবে। পরে মেয়র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close