বরিশাল প্রতিনিধি

  ১২ এপ্রিল, ২০১৯

আন্দোলনের মুখে ববি ভিসি ছুটিতে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ড. এস এম ইমামুল হকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাকে ১৫ দিনের ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে ট্রেজারার ড. এ কে এম মাহবুব হাসানকে। এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার ড. মো. হাসিনুর রহমান। এদিকে ছুটির বিষয়টি প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, আমরা এমন ছুটি চাইনি। চেয়েছি স্থায়ী ছুটি অর্থাৎ ভিসি এস এম ইমামুল হক স্যার আর এক মিনিটের জন্যও যাতে প্রশাসনিক দায়িত্বে ফিরতে না পারেন। আমরা আন্দোলন অব্যাহত রেখেছি।

এদিকে আন্দোলনে অচল হয়ে পড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন করে যুক্ত হয়েছে শিক্ষক সমিতি। ভিসি ড. ইমামুল হকের গৃহীত কিছু সিদ্ধান্তের সমালোচনা করে আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, আমাদের অভিযোগ ভিসির বিরুদ্ধে। শিক্ষকদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেছেন তিনি। এদিকে নুসরাত জাহান রাফির মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিটের নীরবতা পালনের মধ্যদিয়ে গতকাল ষোড়শ দিনের আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন। এতে পটুয়াখালী বরগুনা ও ভোলা জেলার সঙ্গে সড়কপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close