আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ মার্চ, ২০১৯

২২০ কোটি বছর আগের বানরের জীবাশ্ম!

আফ্রিকার ২২০ কোটি বছর আগের বানর প্রজাতির জীবাশ্ম পাওয়া গেছে। নতুন এই গবেষণা এ সম্পর্কিত আগের ধারণা পুনর্মূল্যায়নেও সাহায্য করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। প্রাপ্ত বানরের দাঁত থেকে এই ধারণা করা হচ্ছে যে, এটি একটি নতুন প্রজাতির বানর ছিল যা অ্যালোফিয়া মেটিওস নামে পরিচিত। এটি নর্থওয়েস্ট কেনিয়ার ব্যাডল্যান্ডসে পাওয়া যায়। জীবাশ্মের দাঁত তাদের খাবার ও এ সম্পর্কিত বিবর্তন সম্পর্কে সূত্র দিতে পারবে বলে মনে করা হচ্ছে।

গবেষণা সংশ্লিষ্ট একজন লেখক জন ক্যাপেলম্যান বলেন, এর আগে আফ্রিকায় ও এশিয়ায় পাওয়া বানরের জীবাশ্ম থেকে অত্যন্ত সফলভাবে একটি প্রজাতির বানরের বিবর্তনীয় ইতিহাস আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। তিনি বলেন, যদিও তানজানিয়ায় পাওয়া বানরের দাঁত ওই প্রজাতির প্রাথমিক পর্যায়ের জীবনধারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছিল। দেখা গেছে, প্রাথমিক পর্যায়ের পরবর্তী ৬০ লাখ বছর ধরে তারা বেঁচে ছিল। কিন্তু এরপর তাদের বিবর্তনের ইতিহাস কেমন তা জানা যাবে নতুন আবিষ্কৃত এই বানরের দাঁত থেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close