শাহদজাপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

শিমুল হত্যা মামলা

ফের পেছাল অভিযোগ গঠনের শুনানির তারিখ

দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ আবারও পেছানো হয়েছে। গত মঙ্গলবার সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও বিচারকের অনুপস্থিতির কারণে শুনানি হয়নি। আদালত থেকে আগামী ২৪ এপ্রিল এ মামলার চার্জ গঠনের শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। ওই আদালতের সহকারী সরকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৭ সনের ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে শাহজাদপুর পৌরসভার মেয়র (বর্তমানে বরখাস্তকৃত) হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে সাংবাদিক শিমুল গুরুতর আহত হয়ে পরদিন মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামি করে ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০১৮ সনের ২৫ জানুয়ারি মামলাটি শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমলি আদালত) থেকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে (বিচারিক আদালত) স্থানান্তর করা হয়। কিন্তু আজ পর্যন্ত নানা কারণে অভিযোগ গঠনের শুনানি হয়নি। শিমুল হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম মিয়া জানান, গত এক বছরে বিচারিক আদালত পাঁচবার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ ধার্য করলেও আসামিপক্ষ নানা অজুহাতে সময়ের প্রার্থনা করে চার্জ গঠন বিলম্বিত করছে। অন্যদিকে ২ বছরেও সাংবাদিক শিমুল হত্যা মামলার বিচার কাজ শুরু না হওয়ায় নিহত শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন তার স্বামী হত্যার ন্যায়বিচার পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close