গোপালগঞ্জ প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০১৯

গোপালগঞ্জে নার্সিংয়ে দুর্নীতির অভিযোগ

নেওয়া হচ্ছে ৮ হাজার টাকা রসিদ ৩ হাজারের

গোপালগঞ্জে নার্সিং ইনস্টিটিউটে ভর্তি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ স্বপ্না রানী হীরা, হেডক্লার্ক উজ্জ্বল শেখ ও ক্যাশিয়ার সনাতন বালার যোগসাজশে দিনের পর দিন এই শিক্ষাপীঠে অনিয়ম ও দুর্নীতি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ৭৫ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। নাম প্রকাশ না করার শর্তে ভর্তি হওয়া শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, ভর্তির কথা বলে ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাদের কাছ থেকে জনপ্রতি সাড়ে ৬ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। অথচ তাদের রসিদ দেওয়া হয়েছে ৩ হাজার ৮১০ টাকার। বাকি টাকার রসিদ চাইলে দেওয়া যাবে না বলে জানায় অফিস। এছাড়া রসিদবিহীন আরো দেড় থেকে ২ হাজার টাকা নিয়েছে মেডিকেল ও অন্যান্য পরীক্ষা বাবদ। এছাড়াও হোস্টেলের ছাত্রীদের কাছ থেকে ঘুষ নিয়ে বিভিন্ন ছুটিসহ অন্যান্য সুবিধাদি দেওয়া এবং বছর ধরে ইনস্টিটিউটের পিক-আপ ভ্যানের মেরামত ও তেল খরচ দেখিয়ে বড় অংকের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ক্যাশিয়ার সনাতন বালা সাংবাদিকদের বলেন, ইনস্টিটিউটের ইনচার্জ যেভাবে বলেছেন, সেভাবেই টাকা নিয়ে ৩ হাজার ৮১০ টাকার রসিদ দিয়েছি। বাকি টাকার কোনো রসিদ দেয়ার ব্যাপারে নিষেধ আছে। এসব বিষয় নিয়ে ইন্স্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টরের সঙ্গে আলাপ করতে গেলে সেখানে উপস্থিত তার স্বামী মঙ্গল চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের দেখেই উত্তেজিত হয়ে পড়েন। এ প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল লোক না হয়েও তিনি ওই অফিসের ক্যাশিয়ারকে পরে ছাত্রীদের অতিরিক্ত আদায়ের রসিদ দিয়ে দিতে বলেন। পরে অতিরিক্ত টাকা নেয়ার কথা স্বীকার করে ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ স্বপ্না রানী হীরা সাংবাদিকদের বলেন, মেডিকেল বাবদ ৭০০ টাকা ও প্যাথলজি ৭০০ টাকাসহ অভিভাবকদের ওরিয়েন্টেশন, ছাত্রীদের অফিসিয়াল ফাইলপত্র মেইন্টেন্যান্স, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ইলেকট্রিক বাল্ব ও অন্যান্য খরচ রয়েছে। গত জুন মাসের পরে এ পর্যন্ত আমাদের কোনো বাজেটই দেওয়া হয়নি সরকারিভাবে। তাই নিয়ম নেই জেনেও লোকালভাবে আমরা অতিরিক্ত টাকা নিতে বাধ্য হচ্ছি। তবে ছাত্রীদের ছুটি মঞ্জুর ও অভ্যন্তরীণ নিয়মশৃঙ্খলার বিষয়ে এবং পিক-আপ ভ্যানের খরচ সংক্রান্ত অনিয়মকে তিনি কৌশলে এড়িয়ে যান। কোনো উত্তর দেননি এ বিষয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close