নিজস্ব প্রতিবেদক

  ১৫ নভেম্বর, ২০১৮

আজ শুরু হচ্ছে নবান্নোৎসব

আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় নবান্ন উৎসব-১৪২৫। পহেলা অগ্রহায়ণ ও ২ অগ্রহায়ণ, বৃহস্পতি ও শুক্রবার এই দুই দিন উদ্যাপিত হবে নবান্নোৎসব। জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ আয়োজিত এই উৎসব উদ্যাপিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায়।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১ মিনিট থেকে সকালের অনুষ্ঠানমালা শুরু হয়ে প্রথমপর্ব সকাল ৯টায় নবান্ন শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে, পুনরায় বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৭টা থেকে একটানা রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। এ বছরের উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, আয়োজক পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান, আহ্বায়ক শাহরিয়ার সালাম ও উৎসব আয়োজনে সহায়তাকারী প্রতিষ্ঠান ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম। উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি, নবান্ন শোভাযাত্রা, আদিবাসী পরিবেশনাসহ বিভিন্ন পরিবেশনা থাকবে। থাকবে ঢাকঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন। দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত নবান্নের শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। এ সময় মঞ্চে ২২টি শিশু সংগঠনের পরিবেশনা অনুষ্ঠিত হবে। শিশুরা দিনভর নবান্নের চিত্রাঙ্কনে অংশ নেবে। শিশুদের চিত্রাঙ্কনের প্রায় চার শ ছবির দুই দিনব্যাপী উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রকাশিত হবে শিশুদের অঙ্কিত ছবি নিয়ে পোস্টকার্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close