নিজস্ব প্রতিবেদক

  ১১ নভেম্বর, ২০১৮

তফসিল বাতিলের দাবি বাম গণতান্ত্রিক জোটের

নির্বাচন কমিশন ঘোষিত বর্তমান তফসিল বাতিল করে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনি তফসিল বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ২০১৪ সালের মতো আবার যদি নির্বাচন হয়, দেশের জনগণের স্বাধীনতা ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে আরো একটি কালো অধ্যায় রচিত হবে। তিনি বলেন, যেকোনোভাবেই হোক এই সরকারই গদিতে থাকবে, তার আনুষ্ঠানিকতা করার জন্য এই নির্বাচনে সরকার তাড়াতাড়ি করে তফসিল ঘোষণা করিয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচনের এখনো ৮০ দিন সময় রয়েছে। আপদকালীন সময় যদি ২০ দিন রাখা হয় তারপরও তফসিল ঘোষণার জন্য দুই সপ্তাহ সময় পাওয়া যাবে। অথচ সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি সমঝোতায় না গিয়ে তড়িঘড়ি করে এই তফসিল ঘোষণার মাধ্যমে প্রধানমন্ত্রী, বিদ্যমান সরকার ও আওয়ামী লীগ নিজেরাই সংলাপকে ব্যর্থ করে দিয়েছে। জোনায়েদ সাকি আরো বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে সরকারকে সমঝোতায় আসতে বাধ্য করব। জনগণের দাবি প্রচেষ্টায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যতদিন না পর্যন্ত সরকার ন্যূনতম সমঝোতায় না আসছে। এই সংলাপ আমাদের আন্দোলনের ফসল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close