কক্সবাজার প্রতিনিধি

  ০৫ নভেম্বর, ২০১৮

কক্সবাজারে ভুয়া সাংবাদিকের গুলিতে স্ত্রী নিহত

কক্সবাজার পৌরসভার পাহাড়তলীতে পারিবারিক কলহের জের ধরে মোহাম্মদ শফি নামক এক ভুয়া সাংবাদিকের গুলিতে তার স্ত্রী নিহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে শহরের এক প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ স্ত্রী রোজিনা আক্তার মারা যান। গত শুক্রবার পৌরসভার পশ্চিম পাহাড়তলীস্থ হালিমাঘোনা এলাকার ভাড়া বাড়িতেই তাকে গুলি করে পাষন্ড স্বামী। নিহত রোজিনা আক্তার (২৮) শহরের ৭নং ওয়ার্ডের পশ্চিম পাহাড়তলীস্থ হালিমাঘোনা এলাকার মো. শফির মেয়ে। ঘাতক স্বামী মোহাম্মদ শফি স্থানীয় ইছুলুরঘোনা এলাকার আবদুল হাকিম মাঝির ছেলে, বর্তমানে হালিমাপাড়ার বাসিন্দা। রোজিনা ছাড়াও শফির আরো দুই স্ত্রী রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাতক শফি চিহ্নিত সন্ত্রাসী। তা ছাড়া সে দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরে নিজেকে সাংবাদিক পরিচয়ে ইয়াবা চোরা কারবারসহ নানা অপরাধ চালিয়ে আসছে।

রোজিনার পিতা মো. শফি জানান, গত ছয়-সাত বছর পূর্বে রোজিনা এবং শফি পালিয়ে বিয়ে করে। এরপর দিন যত যাচ্ছিল ততই তাদের সংসারের কারণে-অকারণে নানা কলহ লেগে থাকত। এরই ভেতর তার স্বামী শফি আরো বিয়ে করে। এ নিয়ে কলহ চরম পর্যায়ে পৌঁছালে দুই বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু ইত্যবসরে শফি ও রোজিনার মাঝে আবার যোগাযোগ ঘটে। ফলে স্থানীয়দের সহযোগিতায় সম্প্রতি হালিমাঘোনা মসজিদের ইমাম তাদের পুনরায় বিয়ে পড়ান। গতকাল রোববার সকালে শফি রোজিনাকে পর পর কয়েকটি গুলি করে পালিয়ে যায়।

কক্সবাজার সদর থানার অপারেশন কর্মকর্তা মাঈন উদ্দিন জানান, নিহত রোজিনা আক্তারের স্বামী শফি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন অপরাধ সংগঠিত করছে। কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, হত্যাকারীকে ধরার চেষ্টা চলছে। লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close